করোনা আতঙ্কে কলারোয়া বাজারে ক্রেতা সমাগম কম, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে

0

কে.এম. আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা)॥ করোনাভাইরাসের প্রভাবে সাতক্ষীরার কলারোয়ায় নি¤œআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। হাট-বাজারে মানুষের যাতায়াত কমে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। রবিবার কলারোয়া বাজারের বাবু,খাদেম আলী, আকরামসহ কয়েকজন নি¤œআয়ের ক্ষুদ্র ব্যবসায়ী জানান, করোনা আতঙ্কের কারণে বর্তমানে হাট বাজারে বেচাকেনা কমে গেছে। তারা বলছেন কিছুদিন আগে দৈনিক ৩শ থেকে ৪শ টাকা আয় হতো। সেখানে এখন ১৫০ থেকে ২০০ টাকায় নেমে এসেছে। এ ছাড়াও বাজারের কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বেড়েছে। জেলা প্রসাশনের পক্ষ থেকে কঠোর হঁশিয়ারি থাকলেও থেমে নেই তাদের দৌরাত্ম্য। এদিকে, বাধ্য হয়ে অনেকে চায়ের দোকানও বন্ধ করে দিয়েছেন।