লকডাউন ক্রোয়েশিয়াতে ভূমিকম্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস নিয়ে যেখানে পুরো ইউরোপ দুর্যোগকালীন সময় পার করছে সেখানে মরার ওপর খাঁড়ার ঘাঁ হিসেবে ভূমিকম্প আঘাত হানল ক্রোয়েশিয়াতে।
রবিবার (২২শে মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ক্রোয়েশিয়াসহ আশেপাশের দেশ বসনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার বেশ কিছু অঞ্চলে মাঝারি মানের এ ভূ-কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.৪ এর কাছাকাছি।
ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সাথে কিছু এলাকায় অগ্নিকাণ্ডের খবরও শোনা গেছে।
এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে ৫.৮ মাইল উত্তরে। ভূমিকম্পে ক্রোয়েশিয়ার বেশ কিছু স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। নিউ ইয়র্কটাইমসের প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ভবনে ফাঁটল দেখা দেওয়ার খবর প্রকাশিত হয়েছে এবং একই সঙ্গে দেয়াল ধস ও বেশ কিছু যানবাহনের ক্ষয়-ক্ষতির খবরও এ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এমনকি জাগরেবের বিখ্যাত ক্যাথেড্রালের দুইটি চূড়া এ ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রোয়েশিয়ার বেশ কিছু গণমাধ্যমে এ ভূকম্পনের ফলে পনেরো বছর বয়সী একজনের মৃত্যু ও কয়েকজন আহতের খবরও প্রকাশিত হয়েছে। তবে, ক্রোয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও কিছু বলা হয়নি আনুষ্ঠানিকভাবে।
এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে ক্রোয়েশিয়াও অনেকটাই লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পাবলিক
প্লেসগুলোতে নিরাপদ দূরত্ব বজায় রেখে একসাথে পাঁচজনের অধিক মানুষের সমাগম না হওয়ার জন্য দেশটির প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নিজের বাড়িতে বসেই অনেকে তাই এ ভূমিকম্পের ফলে আশেপাশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতি কিংবা নিজের বাসার ভেঙে যাওয়া গ্লাস অথবা বিভিন্ন ধরনের শেলফের ছবি অথবা ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে শেয়ার করেছেন।
৫.৪ মাত্রার এ ভূকম্পনের পাশাপাশি ক্রোয়েশিয়াতে মৃদু মানের আরও দুইটি ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়াসহ পার্শ্ববর্তী রাষ্ট্র স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া কিংবা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার অনেক আতঙ্ক বিরাজ করছে।