করোনা : ট্রেনের অগ্রিম টিকিট ৫ দিনের বেশি নয়

0

লোকসমাজ ডেস্ক॥ প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে পাঁচ দিন আগে থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যেত ১০ দিন আগে থেকে। কিন্তু রোববার রেলমন্ত্রীসহ রেলের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে কোনো অবস্থায় ট্রেনের চলাচল কমিয়ে ফেলার প্রয়োজন হলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। তাই ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হলে তা কিছুটা ঝামেলা হয়ে যাবে। তাই অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। রেলের এক কর্মকর্তা জানান, করোনা আতঙ্কে ট্রেনে মানুষ যাচ্ছে কম, ফলে গত ২-৩ দিনে আমাদের ট্রেনের যাত্রী এবং কিছুটা আয় কমেছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে কেবল পাঁচ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করার। সোমবার (২৩ মার্চ) থেকে এটা কার্যকর হবে। বৈঠক সূত্রে জানা গেছে, এ পরিস্থিতিতে কিছু মেইল ও লোকাল ট্রেনের চলাচল কমিয়ে দেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়। তবে ট্রেন বন্ধ করার মতো সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকে না এলে তা সম্ভব নয় বলে এর জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত হয়।