এনায়েতপুরে জমিজমা নিয়ে বিরোধে হামলার ঘটনায় মামলা, আসামি ৭

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জমি নিয়ে বিরোধে রহমত আলী (৬০) নামে এক বৃদ্ধ জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে একই পরিবারের ৭জনকে। এরা হলেন এনায়েতপুর মধ্যপাড়ার শহর আলী (৭০) ও তার ৫ ছেলে আজিজুর রহমান (৪৫), নাজমুল হোসেন (৫০), জিয়ারুল (৩৫), রেজাউল ইসলাম (৪০) ও রানা (২৫) এবং মৃত জামাত আলীর ছেলে সুমন হোসেন (৩০)। আহত রহমত আলীর ছেলে তানিম হোসেন (২০) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। তারা প্রায় সময় তাদের হুমকি দিয়ে আসছে। গত ১৯ মার্চ রাত ৯টার দিকে আসামিরা দেশি অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঢোকে এবং গালিগালজ করে। এ সময় তার পিতা রহমত আলী বাঁধা নিষেধ করলে আসামিরা তাকে বেধড়ক মারপিট করে। ধারালো দা দিয়ে তার মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তিনি মারাত্মক জখম হন। এ সময় তার চাচাতো বোন জোসনা এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। তার পরনের কাপড় টেনে হিচড়ে শ্লীলতহানি ঘটনায়। তার চাচা আবদার হোসেনও এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। এরপর ঘরের মধ্যে ঢুকে সকল মালামাল ভেঙ্গে তছনছ করে। বাড়ির মধ্যে শোকেসের ড্রয়ার থেকে নগদ ৪০ হাজার ২৫০ টাকা নিয়ে নেয়। একটি বাইসাইকেলও নিয়ে যায় আসামিরা। পরে ফের হুমকি দিয়ে চলে যায়। আসামিরা চলে গেলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তার পিতাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।