পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার দাবি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী ২৭ মার্চ ভোটগ্রহণের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও একই পদের প্রার্থী শেখ হারুণার রশিদ ফুলু বলেন, গত ২০ মার্চ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। করোনাভাইরাসের কারণে ২২ ঘন্টা পূর্বে জেলা প্রশাসক সরকারি নির্দেশে নির্বাচন স্থগিতের আদেশ দেন। করোনা ভাইরাস ইস্যুতে আমাদের ৯ হাজার ১৪৪ জন ভোটারের কারণে এই নির্বাচন স্থগিত করা হয়। অথচ, কোন উপনির্বাচন স্থগিত করা হলো না। গতকাল ২১ মার্চ ও দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ করা হয়েছে। সকল নির্বাচনে ভোটার সংখ্যা ৩ থেকে ৪ লাখ। নির্বাচনকে কেন্দ্র করে গত ৩ মাস ধরে ৬৩ জন প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন ছিল। দূর-দূরান্তের অনেক ভোটার কর্মব্যস্ততা ছেড়ে যশোর এসেছিলেন। তিনি এই স্থগিত আদেশ প্রত্যাহার করে আগামী ২৭ মার্চ ভোট গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি ও একই পদের প্রার্থী মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন প্রমুখ।