ফুলতলায় বেশি দামে পণ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা বাজারে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি করায় শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এক শ্রেণির আড়তদার ও ব্যবসায়ী গত দু দিনে চাল, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি করেন। এ ছাড়া মাস্ক, হ্যান্ডওয়াশের মূল্যও বৃদ্ধি করা হয়। শনিবার বিকাল ৩ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পণ্যমূল্য বৃদ্ধি, মূল্য তালিকা ও ক্রয় মেমো না থাকায় কাঁচামাল ব্যবসায়ী আবু সাঈদকে ২০ হাজার টাকা ও জাফর আলীকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। অপরদিকে শুক্রবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভীন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফুলতলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে পবিত্র সাহাকে ৫০ হাজার, নব সাহাকে ৫০ হাজার এবং মূল্য তালিকা না থাকায় আলী হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।