বাঘারপাড়ায় মাঠ থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ার একটি ধানক্ষেত থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। তার নাম রেহানা খাতুন (৩০)। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া গ্রামের নয়ন হোসেনের স্ত্রী। তার বাবার নাম মফিজ শাহ। বাঘারপাড়া থানার ডিউটি অফিসার আবু সাঈদ জানান, শনিবার সকালে উপজেলার মাহামুদ আলীপুর গ্রামের মাঠের মধ্যে বামুনহাট-বালিয়াডাঙ্গা সড়কের পাশে একটি ধানক্ষেতে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে ছিল। স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত ওই নারীর পরনে নীল রংয়ের পায়জামার উপর কালো বোরখা ছিলো। দুর্বৃত্তরা তাকে জবাই করে মাথাটি গোলাপি রংয়ের একটি ছাপানো ওড়না দিয়ে মুড়িয়ে রাখে। লাশের একটু দূরেই তার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের মধ্যে থাকা হানিফ পরিবহনের একটি বাসের টিকিট পাওয়া যায়। সেই টিকিটের সূত্র ধরেই পুলিশ তার পরিচয় উদ্ধার করে।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, ‘লাশটি উদ্ধার করে থানায় আনার পর আমরা তার পরিচয় জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে তার ব্যাগে পাওয়া বাসের টিকিট নিয়ে অনুসন্ধানে নামা হয়। তিনি বলেন, টিকিটটি হানিফ পরিবহনের। শুক্রবার বিকেলে গাবতলী থেকে অনলাইনে কেনা। তবে তাতে কোনো মোবাইল নম্বর ছিলো না। পরে ঢাকায় হানিফ পরিবহনের ওই কাউন্টারে ফোন দিয়ে তার ফোন নম্বর উদ্ধার ও পরিচয় নিশ্চিত হই’। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে শনিবার রাতে দুর্বৃত্তরা মেয়েটিকে হত্যা করে ফেলে রেখে গেছে। তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা পথে রয়েছে। মরদেহটি থানায় রাখা আছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ হত্যাকান্ডটির পেছনে কী রহস্য আছে তা হয়তো পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যাবে’।