তালায় ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় করোনা আতঙ্কের সুযোগে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার তালা ও পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা গেছে, তালা বাজারে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বেশি দামে বিক্রির অভিযোগে এক আলু ব্যবসায়ীকে দুই হাজার টাকা ও তিন পেঁয়াজ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশমাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন।