শার্শায় মাস্টার আব্দুর রাজ্জাকের ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার তাবলীগের মুরুব্বী মাস্টার আব্দুর রাজ্জাক ইন্তিকাল করেছেন। তিনি শনিবার ভোররাতে কাশিয়াডাঙ্গা নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে হাফেজ মাও. অহিদুজ্জামান জানান, শনিবার ভোররাতে তার পিতা বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। শনিবার বাদজোহর কাশিয়াডাঙ্গা ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম আব্দুর রাজ্জাক সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি শার্শা উপজেলায় তাবলীগ জামায়াতের মুরুব্বী হিসেবে দায়িত্ব পালন করেছেন।