কলারোয়ায় ট্রাক চাপায় ট্রলিচালক নিহত

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া সড়কে মাটির ট্রাকের চাপায় এক ট্রলিচালক নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন (৩৫) উপজেলার বসন্তপুর গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে। কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ইটভাটার মাটি নিয়ে যাওয়ার পথে একটি ট্রাক সামনে পড়া ট্রলিকে ধাক্কা দেয়। ফলে ট্রলিটি উল্টে যায় এবং চালক ট্রাকের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক আহত ট্রলিচালককে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। আলমগীর হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।