সুন্দরবনে ভ্রমণ সাময়িক বন্ধ

0

মনিরুল হায়দার ইকবাল, মোংলা (বাগেরহাট) ॥ করোনাভাইরাসের প্রভাবে সুন্দরবনের অভ্যন্তরে দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণ বন্ধ হয়ে গেছে। ভাইরাস বিস্তার প্রতিরোধে পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবনজুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বনের অভ্যন্তরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে থাকা দর্শনার্থীরা। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে সাময়িকভাবে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে মোংলায় বিদেশ ফেরত ২১৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদেশ থেকে আসা লোকজনকে তাদের নিজ নিজ বাড়িতে থাকতে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে বিদেশ হতে আসা লোকজন যাতে নিজ বাড়ি-ঘর থেকে বের না হয়, সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং ওই এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত মোংলায় আসা সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাহরাইন ও ভারত থেকে আসা ২১৯ জনের তালিকা করা হয়েছে। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জীবিতোষ বিশ্বাস বলেন, এ পর্যন্ত মোংলায় কারো করোনা শনাক্ত হয়নি। এমনকি বিদেশ ফেরতদের মধ্যেও কারো করোনা শনাক্ত হয়নি।