করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটে সাবান বিতরণ

0

বাগেরহাট অফিস ॥ করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাট ও কচুয়া উপজেলার সকল ইউনিয়নে ৩৪ কার্টন ডেটল সাবান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট -২ আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময় এর উদ্যোগে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সালাউদ্দিন হায়দার সুমন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ। বাগেরহাট ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের হাতে দুই কার্টন করে সাবান দেওয়া হয়। তারা ইউনিয়নের মসজিদ, এতিমখানা ও মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাবান বিতরণ করবেন।