কালীগঞ্জে পাঁচ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের বিদেশ ফেরত পাঁচ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন, কাদিরকোল গ্রামের দুবাই ফেরত বোরাক হোসেনের ছেলে শাহাজান আলী, সিংদহ গ্রামের দুবাই ফেরত মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা, সিংদহ গ্রামের ভারত ফেরত জ্যোতিষ দাসের ছেলে বানী কান্ত দাস, সিংদহ গ্রামের মালয়েশিয়া ফেরত আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুত হোসেন ও কমলাপুর গ্রামের সৌদি আরব ফেরত মতলেব খাঁ এর ছেলে হুজুর আলী। চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, জনস্বার্থে উল্লিখিত বিদেশ ফেরত প্রবাসীদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন গৃহ অস্তরীণ থাকার জন্য বলা হয়েছে।