লোহাগড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন বাচ্চু শেখ এখন কোথায় ?

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন বাচ্চু শেখ (৩২) এখন কোথায় সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তা জানে না। এলাকার লোকজন এ বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগে বাচ্চু শেখ নামে একজন চিকিৎসা নিতে আসেন। রোগীর শরীরে জ¦র, সর্দি, কাশি এবং গলা ব্যথা ছিল। জরুরি বিভাগের চিকিৎসক দীবেন্দু কুমার দাশ ওই রোগীর চিকিৎসা দিয়েছেন। ডাক্তার দীবেন্দু কুমার দাস বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে উপসর্গ পাওয়া যায় ওই রোগীর মধ্যে অনেকটা তেমনই ছিল। তবে, রোগীর মধ্যে করোনা রোগের শতভাগ উপসর্গ ছিল না। তার ব্লাডপ্রেসার কম ছিল। স্যালাইন দিয়ে প্রেসার বাড়ানোর চেষ্টা করেছিলাম। জ¦র, সর্দি, কাশি ছিল। পরে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করেছি’। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মসিউর রহমান বাবু বলেন, ‘ওই রোগীর শ^াসকষ্ট ছিল। করোনা কিনা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে’। এ ব্যাপারে লোহাগড়ার জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন বৃহস্পতিবার বলেন, ‘ওই রোগীর বিষয়ে শুনেছি। বাড়ি ইউনিয়ন পরিষদের পাশে সিডি এলাকায়। তার বাবার নাম এ মুহূর্তে মনে করতে না পারলেও তাকে আমি চিনি। শুক্রবার সকালে রোগীর বাড়ি গিয়ে খোঁজ নেব’। তবে একাধিক সূত্রের দাবি, সন্দেহভাজন করোনা রোগী বাচ্চু শেখ ঢাকায় না গিয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের লোকদের কাছে এলাকার মানুষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন।