স্বাধীনতা পুরস্কার থেকে মুক্তিযোদ্ধা রইজ উদ্দিনের নাম প্রত্যাহারের প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন

0

নড়াইল অফিস ॥ ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ থেকে কথা সাহিত্যিক মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ১০জন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, আলতাফ হোসেন খান,আসাদুজ্জামান সরদার, চান সরদার, শেখ নওশের আলী,কবি ও সাংবাদিক সাথী তালুকদার, সাংবাদিক অশোক কুন্ডু, সাহিত্যিক কাহাব খাঁ, কবি কামনা ইসলাম প্রমুখ। সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে কবি, শিল্পী, সাহিত্যিকসহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূ লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের কৃতী সন্তান কথা সাহিত্যিক এস এম রইজ উদ্দিন আহম্মেদ এ বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীত হন। গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপর একটি কূচক্রিমহল রইজ উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালায়। এ কারণে গত ১২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত গেজেটে ‘স্বাধীনতা পদক’ থেকে রইজ উদ্দিনের নাম বাদ দেয়া হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে রইজ উদ্দিনের নাম পুনরায় অন্তর্ভুক্তর দাবি জানান বক্তারা।