শৈলকুপা আ.লীগ অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা ওয়াবদা মোড়ে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মুনাজাত করেন। এ সময় শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রানাউজ্জামান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাজি মোস্তাফিজুর রহমান নওরোজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু উপস্থিত ছিলেন।