নরেন্দ্রপুরে ধানের পোকা পর্যবেক্ষণ আলোকফাঁদ

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ পোকা মাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার যশোরের নরেন্দপুর ইউনিয়নের গোপালপুর ব্লকে বলরামপুর গ্রামে ধানক্ষেতে আলোকফাঁদ স্থাপন করা হয়েছে। ফাঁদে পোকামাকড় মাজবার মথ-১২টি, পাতা মোড়ানো পোকা-৫ টি, উড়চুংগা-৩টি, সবুজ পাতা ফড়িং-২০০টি, সাদা পিট গাছ ফড়িং-২২০ টি, ড্রাগন ফাই-৩ টি, বোলতা-৪ টি, লেস উইন-১২ টি পাওয়া যায়। এ বিষয়ে কৃষকের মাঝে ব্যবস্থাপত্র দেন এই ইউনিয়নের সিনিয়র উপ-সহকারী কৃষি অফিসার আব্দুস সামাদ আজাদ।