বাগেরহাটে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ করোনার অজুহাতে বাগেরহাটের শরণখোলা ও ফকিরহাট উপজেলায় বেশিদামে পণ্য বিক্রি করায় পৃথক অভিযান চালিয়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে শরণখোলা ও ফকিরহাট উপজেলার দুটি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ফকিরহাট বাজারে মূল্য তালিকা ঠিক না থাকায় এবং মূল্য বেশি নেয়ায় কাঁচামাল ব্যবসায়ী টুকু শেখকে ২ হাজার, মো. মোশারেফকে ১ হাজার এবং চাল ব্যবসায়ী মনি সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিকে বেশি দামে পিঁয়াজ ও চাল বিক্রি করায় শরণখোলার মুদি দোকানদার আব্দুল হালিম হাওলাদার, আব্দুর রাজ্জাক হাওলাদার ও খলিল গাজীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকার জরিমানার আদেশ দেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরদার মোস্তফা শাহীন।