যশোরে সাংস্কৃতিক স্কুলগুলো বন্ধ ঘোষণা

0

করোনাভাইরাস সতর্কতায় যশোরে আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় ঘোষণার সাথে মিলিয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। শুক্রবার সন্ধ্যায় সুরধুনী সংগীত নিকেতন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে রাষ্ট্র ঘোষণার পর থেকেই অনেক স্কুলে পাঠদান বন্ধ করে দেয়া হয়। সুরধুনী সংগীত নিকেতনের অধ্যক্ষ অর্দ্ধেন্দু ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, বিবর্তন যশোর’র সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন, নৃত্যবিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী, উদীচীর সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মিঠু, পুণশ্চের সাধারণ সম্পাদক পান্না লাল দে, চাঁদেরহাটের সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার অপু, উৎকর্ষের অসীম বিশ্বাস প্রমুখ। সভায় আরও সিদ্ধান্ত হয়, পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে। বিজ্ঞপ্তি