যশোরে কোচিং সেন্টার গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বিভিন্ন স্থানের কোচিং সেন্টারে বৃহস্পতিবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেল পাঁচটা থেকে দেড় ঘন্টাব্যাপী কয়েকটি কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। এ সময় আদালত সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেন। অন্যথায় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি করে দেয়া হয়েছে।
পেশকার শেখ জালাল উদ্দিন জানান, জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন, মোহাম্মদ শফিউল আরিফের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুল ইসলাম এবং কে এম মামুনুর রশিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিকেল পাঁচটার দিকে অভিযানে নামেন। ভ্রাম্যমাণ আদালত প্রায় দেড় ঘন্টাব্যাপী শহরের রেলগেটের পিকাসো কোচিং সেন্টার, জিলা স্কুল এলাকার ম্যাকস কোচিং সেন্টার, মুক্তিযোদ্ধা সংসদ ভবনের জাহাঙ্গীর স্যার ও হাসান স্যারের কোচিং সেন্টার, পুলিশ লাইন এলাকার বর্ণমালা, সিটি কলেজপাড়ার সৃজনশীল, পোস্টঅফিস পাড়ার ইমদাদুল স্যারের কোচিং সেন্টারসহ আরো কয়েকটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় অধিকাংশ কোচিং সেন্টার বন্ধ পাওয়া যায়। দু’একটি খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো না। সূত্র জানায়, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খুলে রাখা অথবা শিক্ষার্থীদের পাঠদান না করানোর জন্য সতর্ক করে দেন। যারা এই নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করে দেয়া হয়।