ঝিকরগাছায় বেকারি ও হোটেল মালিকদের প্রশিক্ষণ শেষ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় বেকারি, রেস্টুরেন্ট ও হোটেল মালিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা সিভিল সার্জন অফিসের স্যানেটারি ইনস্পেক্টর শিশির কান্তি পাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপনেশ সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাইকা প্রতিনিধি দুলাল পদ দেবনাথ, ঝিকরগাছা প্রেস কাবের সভাপতি ও হোটেল মালিক সমিতির সভাপতি এমামুল হাসান সবুজ, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবার আলী, সাংবাদিক তরিকুল ইসলাম প্রমুখ। এর আগে গত বুধবার সকালে বাজার মূল্য মনিটরিং কমিটির আয়োজনে, ইউজিডিপি এবং জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষীর সভাপতিত্বে ২দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ডা. কাজী নাজিব হাসান। প্রশিক্ষণে উপজেলার ৫০ জন বেকারি, রেস্টুরেন্ট ও হোটেল মালিক অংশগ্রহণ করেন।