একদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরে ফের আমদানি-রফতানি শুরু

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিলো। তবে বুধবার সকাল ৯ টা থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের ৩৮ টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। অন্যদিকে বেনাপোল বন্দর থেকে ৩১ টি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে গিয়েছে।