যশোরের চাঁনপাড়ায় জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুর, আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে বুধবার সকালে প্রতিপক্ষ হামলা চালিয়ে একটি পরিবারের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। অর্ধশত মানুষ হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হচ্ছে। শুধু ভাঙচুর নয়, সোনার অলঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে। পরে পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করেছে।
এদিকে বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাতে ২৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনুচ আলী মোল্যা মামলাটি করেছেন। ইউনুচ আলী মোল্যার ছেলে কামরুজ্জামানের অভিযোগ, তার পিতা ইউনুচ আলী মোল্যা ও চাচা খলিলুর রহমান মোল্যা ১৯৭৬ সালে চাঁনপাড়া পূর্বপাড়ার মহিলা মাদ্রাসার পাশে ৯ শতক জমি কেনার পর বাড়ি নির্মাণ করে তারা সেখানে বসবাস করছেন। প্রতিবেশী ইমান আলীর ছেলে শফিয়ার রহমান ওই ৯ শতক জমি তাদের বলে দাবি করেন। এ ঘটনায় কয়েক বছর আগে শফিয়ার রহমান তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। কিন্তু আদালতে মামলার রায় ইউনুচ আলী মোল্যাদের পক্ষে যায়। এরপর থেকে শফিয়ার রহমান জমিটি দখলের জন্য তাদের হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে বুধবার সকাল ৯ টার দিকে শফিয়ার রহমানের নেতৃত্বে ৪০/৫০ জন লাঠিসোটা, রামদা, লোহার রড ইত্যাদি নিয়ে আচমকা তাদের বাড়িতে হামলা চালায়। তারা তাদের ৪টি ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। আসবাবপত্র ভাঙচুর করা হয়। হামলাকারীরা তাদের ঘর থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা লুট করে। বাধা দেওয়ায় এ সময় বাড়ির নারীদের মারধর করেছে। পরে তারা (ক্ষতিগ্রস্তরা) পুলিশকে খবর দেন। চাঁনপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, জমাজমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তারা খবর পেয়ে সেখানে ৩ জনকে আটক করেছেন। অন্যদের আটকের চেষ্টা চলছে। পুলিশ জানায়, আটক ওই ৩ জন হচ্ছেন- চাঁনপাড়ার গ্রামের ইয়াকুব্বারের ছেলে শরিফুল ইসলাম, শফিয়ার রহমানের ছেলে সিয়াম হোসেন এবং মৃত নুরুল হক মনির ছেলে গ্রামের জাহাঙ্গীর হোসেন।