যশোরে উদ্ধার হওয়া মদের বিষয়ে তদন্ত শুরু, আটক একজনের রিমান্ডের আবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ মদ ও বিয়ার উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিপুল পরিমাণ ওই মাদকদ্রব্য কোথা থেকে কে পাঠিয়েছেন এবং কোথায় কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিলো তা খতিয়ে দেখছে দফতরটি। এদিকে মাদকদ্রব্যসহ দু জনের মধ্যে অলি আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক-সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, গত ১২ মার্চ দুপুরে তারা গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুইন্স হসপিটালের সামনে ওৎ পেতে থেকে মাদকের চালানটি আটক করেন। ৭১ টেলিভিশনেরন লোগো ব্যবহার করে একটি প্রাইভেটকারে করে রাজধানী ঢাকা থেকে মাদকের চালান যশোরে নিয়ে আসা হয়। গাড়িতে পাওয়া যায় ১২০ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ ও ৬শ ক্যান বিয়ার। এ সময় তারা মো. শান্ত ও অলি আহমেদ নামে দুজনকে ওই গাড়ি থেকে আটক করেন। আটক দুজনের দেয়া তথ্য অনুযায়ী তাদের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগএলাসিন গ্রামে। ঢাকা থেকে তারা মাদকের চালানটি নিয়ে আসছিলেন বলে তাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, বিদেশি অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় তারা একটি মামলা করেছেন। আর উদ্ধারকৃত মাদকদ্রব্য সিজারলিস্ট করে তারা তাদের দফতরে রেখে দিয়েছেন। মামলাতেও কী পরিমান উদ্ধার হয়েছে তার বিবরণও মামলায় উল্লেখ রয়েছে। মামলা দায়েরের পর তারা তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। ওই তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। মূলত তারা খোঁজ নিচ্ছেন, অবৈধ ওই মাদকদ্রব্য আসলে কোথা থেকে কে বা কারা পাঠিয়েছেন এবং যশোরে কোন স্পটে কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিলো। তাছাড়া আটক দুজনের নাম ঠিকানা সঠিক কি-না তাও তারা খোঁজ নিচ্ছেন। এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মামলাটি তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিদর্শক আকবর হোসেন। তিনি জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে আটক অলি আহমেদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন।