মহেশপুরে ট্রলির ধাক্কায় একজন নিহত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বুধবার ঝিনাইদহের মহেশপুরে ট্রলির ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত কুরবান আলী (৫০) পান্তাপাড়া গ্রামের সুরুজ খাঁ’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুরবান আলী এদিন দুপুরে পান্তাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের কাছে মাটিবোঝাই একটি ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।