খাজুরায় করোনা প্রতিরোধে তরুণ সমাজের লিফলেট বিতরণ

0

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরার রায়পুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ‘অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন, আতংকিত না হয়ে আসুন সর্তক হই’ এ স্লোগানে বুধবার বিকেলে ইউনিয়নের ভদ্রডাঙ্গা ও খর্দ্দবনগ্রাম (৪ ও ৫নং) ওয়ার্ডের তরুণ সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কের ছব্বারের মোড় বাজার, দাঁদপুর ও খর্দ্দবগ্রাম মসজিদ মোড়ের বিভিন্ন দোকানের ক্রেতা-বিক্রেতা এবং সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মাঝে ভাইরাসের লক্ষণ ও প্রতিকার সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এতে উপ¯ি’ত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক নাজমুস সাকিব, সাজ্জাদ হোসেন, মহিদুল ইসলাম, আরপিন খান, মফিজুর রহমানসহ দু’ওয়ার্ডের প্রায় ২৫জন তরুণ।