করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতায় যবিপ্রবির নানা উদ্যোগ

0

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যশোর শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে প্রচারপত্র বিলি, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ভবনের প্রবেশমুখে জীবাণুনাশক রাখাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি)। বুধবার যশোর শহরের প্রায় ২০টি এলাকায় জনসচেতনতা বাড়াতে যবিপ্রবি কর্তৃক গঠিত ‘করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা, সতর্কতা ও প্রতিরোধ কমিটি’ বিলবোর্ড স্থাপন করে। বিলবোর্ডে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, এর লক্ষণসমূহ, কাদের ঝুঁকি বেশি, প্রতিরোধে কী কী করণীয়, আক্রান্ত হলে করণীয় এবং সরকার ঘোষিত হটলাইন নম্বরও সংযোজন করা হয়েছে।
পালবাড়ির ভাস্কর্যের মোড়ে বিলবোর্ড উদ্বোধন করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ’করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। সুতরাং জনসচেতনতা এ রোগ প্রতিরোধের অন্যতম পন্থা। করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতার অংশ হিসেবে ৩১ মার্চ পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ, জনসচেতনতায় বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলিসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জাফিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, নার্সিং অ্যান্ড হেল্থ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. তানভীর ইসলাম, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি ও সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।