খালেদা জিয়াকে মুক্ত করতে উপনির্বাচনে অংশ নিয়েছি- আজাদ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোর-৬ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন, ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সরকার মিথ্যা মামলায় তাকে রাজনৈতিক প্রতিহিংসায় বন্দি করে রেখেছে। আমাদের মা খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তাঁকে মুক্ত করতে এ উপনির্বাচনে অংশ নিয়েছি। এ উপনির্বানে বিজয় আমাদের সুনিশ্চিত। তাকে মুক্তির আন্দোলন এ উপনির্বাচন থেকেই শুরু হবে। যা সারাদেশব্যাপী ছড়িয়ে পড়বে। গতকাল উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এ সব কথা বলেন প্রার্থী আবুল হোসেন আজাদ।
এদিন বিকালে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা বাজার, কাশিমপুর বাজার, আগরহাটি বাজার, গৌরীঘোনা বাজার, ভেরচী বাজার ও ভরতভায়না বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দিপু, থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম আলী রেজা, বিএনপি নেতা বাবর আলী গাজি, অমেদ আলী, ইউনুস আলী, আলিমুজ্জামান রানা, শেখ রুবেল, শেখ রাসেল, আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।