ছেলের বিচার চেয়ে বৃদ্ধা আদালতে

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাছারিতোলা গ্রামে ছেলের নির্যাতনের শিকার এক বৃদ্ধ মা বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়ে কুলাঙ্গার ছেলের বিচার চেয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ কাছারিতোলা গ্রামের মৃত কোরবান শাহের স্ত্রী ছামিরা বেগমকে তার মেজ ছেলে লাভলু শাহ মারধর করেন। এতে তিনি আহত হন। ১০ মার্চ ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন মা ছামিরা বেগম। মামলার আরজি থেকে আরও জানা যায়, ছেলের নেশার টাকা দিতে অস্বীকার করায় মাকে প্রায়ই মারধর করতেন লাভলু। এর আগে তিনি বিধবা মায়ের গচ্ছিত ৮০ হাজার টাকা ও একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যান। মা ছামিরা বেগম বলেন, ’আমার স্বামীর মৃত্যুর পর মেজ ছেলে খারাপ মানুষের সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে পড়ে। সে জুয়া খেলে ঘরের জিনিস নষ্ট করে। নেশার টাকা না পেয়ে আমাকে মারধর ও নানাভাবে অত্যাচার নির্যাতন করে। এর আগেও আমি নির্যাতন সহ্য করতে না পেরে হরিণাকুণ্ডু থানায় অভিযোগ করি। সে সময় থানার ওসি মীমাংসা করে দেন। এখন আমি এই নেশাখোর ছেলের বিচার চাই’। বৃদ্ধার মেজ ছেলে লাভলু শাহ বলেন, তুচ্ছ ঘটনায় আমার বড় ভাইয়ের ইন্ধনে মা আমার বিরুদ্ধে মামলা করেছেন। আমি মাকে নির্যাতন করিনি।