ঝিকরগাছায় নিজের জমিতে ঘর নির্মাণে বাধা দেয়ার অভিযোগে মামলা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার পল্লীতে নিজের জমিতে পাকা ঘর করতে বাধা দেয়ার অভিযোগে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের কাদের গাজীর ছেলে মশিয়ার রহমান তাপু গাজী ও ইসমাইল মোড়লের ছেলে রুহুল আমিনকে। মামলার বাদী ঝিকরগাছা উপজেলার মাটশিয়া গ্রামের আব্দুল করিম গাজীর মেয়ে শাহানারা খাতুন জানান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাটশিয়া গ্রামের বাসিন্দা মরুহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাড, ফজলুর রহমান ও সদ্যপ্রয়াত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন গাজীর মেঝো ভাই পল্লীচিকিৎসক আব্দুল করিম গাজী (বাদীর পিতা) প্রায় ৫০ বছর যাবত ১৬০ নম্বর মাটশিয়া মৌজায় ১২৭৪ নম্বর দাগে নিজ ভিটায় বসবাস করে আসছেন। বর্তমানে হাল রেকর্ড জমির শ্রেনী বাস্তু ও জমির পরিমান ৪৪ শতক। সম্প্রতি আব্দুল কমির গাজী পুরাতন ঘরবাড়ি ভেঙ্গে নিজ ভিটায় পুনরায় পাকাঘর নির্মাণ শুরু করেছেন। এক পর্যায়ে ওই জমিতে ভাগ আছে এমন দাবি করেন তারই চাচাতো ভাই কাদের গাজীর পুত্র তাপু গাজী। তিনি স্থানীয় প্রভাবশালী মহলকে সাথে নিয়ে করিম গাজীর নতুন ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে এবং জমির ভাগ দাবি করে মোটা অংকের টাকা দাবি করে আসছেন। ইতিমধ্যে এ ঘটনার প্রতিকার চেয়ে করিম গাজী স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেন মামলার বাদী শাহানারা খাতুন ।