জাপানে ফ্লু’র চিকিৎসায় ব্যবহৃত ওষুধ করোনায় কার্যকরী

0

লোকসমাজ ডেস্ক॥ জাপানে ফ্লু’র চিকিৎসায় ব্যবহৃত ওষুধ করোনা ভাইরাসের চিকিৎসায় ‘স্পষ্টত কার্যকর’। এমনটা দাবি করেছেন চীনা কর্মকর্তারা। ওষুধটির নাম ‘আভিগান’। এটি জাপানে ফ্লু’র চিকিৎসায় ব্যবহৃত হয়। ওষুধটির মধ্যে থাকা ফাভিপিরাভি নামের একটি উপাদান চীনে করোনা আক্রান্তদের চিকিৎসায় কার্যকরী প্রমাণ হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা। সেখানে ৩৪০ জন করোনা আক্রান্ত রোগীকে পরীক্ষামূলকভাবে এই ওষুধ দেয়া হয়েছিল। কর্মকর্তাদের দাবি সাধারণ রোগীদের তুলনায় ওই ওষুধপ্রাপ্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন, তাদের ফুসফুসের কার্যক্রমে উন্নতি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ওষুধটি করোনা ভাইরাসকে দেহের ভেতর ‘রেপ্লিকেট’ (নিজের প্রতিলিপি তৈরি করা) করতে দেয় না। তবে অন্যান্য কিছু জায়গায় ওষুধটি নিয়ে পরীক্ষায় দেখা গেছে, বেশি জটিল রোগীদের ক্ষেত্রে এটি কার্যকর নয়। এ খবর দিয়েছ দ্য ডেইলি মেইল।
খবরে বলা হয়, হংকংয়ের গবেষকরা জানিয়েছেন, তারা ওষুধটি নিয়ে আরো তথ্য খতিয়ে দেখবেন। তাদের গবেষণায় ওষুধটি নিরাপদ প্রমাণ হলে রোগীদের বিনামূল্যে এ ওষুধ দেয়ার ঘোষণা দিয়েছে তারা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো যথাযথ চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। বিশেষজ্ঞদের দাবি, আগামী বছরের আগে এর কোনো টিকা আবিষ্কারের সম্ভাবনা কম। গত বছরের শেষের দিকে চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ লাখের বেশি। মারা গেছেন প্রায় ৮ হাজার। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঝাং শিনমিন মঙ্গলবার জানান, শেনজেন ও উহানে ৮০ জন করোনা আক্রান্ত রোগীকে ফাভিপিরাভির দেয়া হয়েছিল। তাদের ক্ষেত্রে এটি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই কার্যকরী প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত নিরাপদ ও সপষ্টতই কার্যকরী। ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে গরে ভাইরাসটি সনাক্ত হওয়ার চারদিনের মাথায় চারদিনের মাথায় তাদের দেহে ভাইরাসটির কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এক্সরের মাধ্যমে দেখা গেছে, অন্যান্য রোগীদের তুলনায় তাদের ফুসুফুসের অবস্থারও উন্নতি হয়েছে।