খড়কিতে শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত সৎপিতা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কিতে ৫ বছরের একটি শিশুকন্যা সৎপিতা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্ত সৎপিতা নজরুল শেখকে (৩০) গত সোমবার রাতে আটক করেছে। পেশায় তিনি স্যানিটারি মিস্ত্রি। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল শেখের আসল বাড়ি সাতক্ষীরায়। বর্তমানে তিনি স্ত্রীকে নিয়ে খড়কি বামনপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন। শিশুটি তার স্ত্রীর আগের পক্ষের স্বামীর ঘরে জন্ম নেয়া। নজরুল শেখ স্যানিটারি মিস্ত্রির কাজ করেন। আর তার স্ত্রী অন্যের বাড়িতে ঝি-এর কাজ করেন। প্রতিদিনের মতো গত ১৫ মার্চ রবিবার সকাল ৮ টার দিকে শিশুটির মা কাজ করতে বাসা থেকে বের হয়ে যান। বাসায় এ সময় মেয়ে ও তার স্বামী নজরুল শেখ ছিলেন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। এ সময় শিশুটি তার মাকে দেখে কান্নাকাটি করতে থাকে। তাকে ভীতসন্ত্রস্ত অবস্থায় দেখতে পান মা। একপর্যায়ে শিশুটি তার মাকে সৎপিতা কর্তৃক যৌন নির্যাতনের কথা জানায়। এ সময় বাসায় নজরুল শেখ ছিলেন। অবস্থা বেগতিক দেখে তিনি সটকে পড়েন। তবে এরই মধ্যে একটি মহল ঘটনাটি মীমাংসা করে নেওয়ার জন্য শিশুটির মাকে চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু পরদিন ১৬ মার্চ সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে তিনি কোতয়ালি থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নজরুল শেখকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মিলন কুমার মন্ডল জানান, আটক নজরুল শেখকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।