লোকসমাজ ডেস্ক॥ গতকাল ১৭ মার্চ দণি পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলে জেলা উপজেলায় স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মসূচি পালন করেছে। পালিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান।বিস্তারিত সংবাদ-

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ সকালে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে পৃথকভাবে উপজেলা পরিষদ কনফারেন্সরুমে কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা ও মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী।
নাভারণ (যশোর) সংবাদদাতা জানান, শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও পতাকা উত্তোলন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, এএসপি জুয়েল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, পশু সম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও উপজেলা পরিষদের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, প্রশাসন, নওয়াপাড়া প্রেসকাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোচনা, কবিতা আবৃত্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, মৎস্য কর্মকর্তা ফারুখ হুসাইন সাগর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ পাউন্ডের একটি কেক কাটা হয়। কেককাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপাতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি মনির হাসান তাপস, সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. তালিম হোসেন, যুগ্ম আহবায়ক প্রসেণজিৎ দাস সঞ্জিত, ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল প্রমুখ। রাত আটটায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আতশবাজি ফুটানো হয়।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিনগত রাত ১২ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে সেখানে কেক কাটা হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বরস্থ অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে মো. আনোয়ারুল আজীম ও আলহাজ মো. বদর উদ্দীন (অটিস্টিক-প্রতিবন্ধী) বিদ্যালয়ে মুজিব শতবর্ষ পালিত হয়েছে। এ উপলে মঙ্গলবার সকালে পতাকা উত্তোলন, কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়।
পরে বিদ্যালয়ের শিক-কর্মচারীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলে কেক কাটা, দলীয় পতাকা উত্তোলন ও প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়মী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার ডুমুরিয়ায় সীমিত কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, ঋণ বিতরণ এবং ভাতাভোগীদের হাতে কার্ড তুলে দেয়া হয়। শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ বেগম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, আছফার হোসেন জোয়ারদার, ছাত্রলীগ নেতা খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। এ সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিতি যুবদের মাঝে ঋণের চেক ও বয়স্ক ব্যক্তিদের মাঝে ভাতাভোগী কার্ড বিতরণ করা হয়। এদিকে ডুমুরিয়া উপজেলা প্রেস কাবের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আকুঞ্জী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া জাতীয় পত্রিকা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ এরশাদ, সিনিয়র সাংবাদিক জি এম আব্দুস সালাম, সুমন ব্রহ্ম, শেখ হেদায়েতুল্লাহ, সুমন্ত চক্রবর্তী, রেজাউল করিম, শেখ আব্দুস ছালাম, অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ।
তালা (সাতীরা) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার প্রমুখ। এর আগে মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ, থানা প্রশাসনের পক্ষে থানা পুলিশের ওসি শেখ মুনীর উল গীয়াস, কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,কলারোয়া পৌরসভার পক্ষে ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া প্রেসকাব, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, কলারোয়া পাবলিক ইনস্টিউটসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে। অনুষ্ঠানের শুরুতে শেখ মুজিবের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, সহকারি কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল এবং বটিয়াঘাটা থানা পুলিশের ওসি মো. রবিউল কবির।
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা জানান,যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুরে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীরের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।
বাগেরহাট সংবাদদাতা ॥ সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেলুন উড়ানো ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাট প্রেসকাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে কেক কাটা ও শিশু রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বাগেরহাট সরকারি শিশু পরিবারের শিশুদের আমেনা ছামাদ বালিকা এতিম খানার শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও জেলার সকল উপজেলায় স্বল্প পরিসরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, সূর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকাল সাড়ে ৬ টায় জেলা প্রশাসন কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সংগীত, কুইজ, চিত্রাঙ্কন, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান, শিশুদের মাঝে মিষ্টি বিতরণ এবং কেক কাটা হয়। জেলা প্রশাসন কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন ও বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী উপলক্ষে প্রকাশিত ‘শান্তির দূত’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। বাদজোহর জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা করা হয়।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গবার সকাল ৮ টায় দিবসের শুরুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ওসি মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মতিউর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা করেন।





