হাসপাতালে ‘উন্নতমানের’ খাবার বিতরণে অনিয়ম

0

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীদের দেয়া উন্নতমানের খাবারের পরিমাণ ছিল একেবারেই অপ্রতুল। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঠিকাদার কাবার সরবরাহ করলেও খাবারের দায়িত্বে থাকা কর্মচারী দিয়েছেন কম পরিমাণ খাবার। যা খেয়ে রোগীরা সন্তুষ্ট হতে পারেননি। জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে শিশু পরিবার, জেলখানাসহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীদের দেয়া হয় উন্নতমানের খাবার। কিন্তু সরেজমিনে দেখা গেছে, রোগীকে সকালে পাউরুটি, দুটি’ করে কলা ও ১টি করে ডিম দেয়া হয়। যা ছিল প্রতিদিনের রুটিন অনুযায়ী। দুপুরে দেয়া হয় পোলাও, পোল্টি মুরগির ছোট দুই টুকরা মাংস ও হাফ চামচ দই। প্রত্যেক রোগীকে ১শ’ গ্রাম চালের ভাত দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ৫০ গ্রামের মতো চালের পোলাও ভাত। যা প্লেটের তলায় পড়েছিল। অন্যান্য দিনে মাংসের পিস বড় থাকলেও গতকাল দুপুরে ছিল পোল্ট্রি মুরগির মাংসের ছোট পিস। রোগীর জন্য একপাত্র দই। দই ছিল ৫০ গ্রামের মতো। এ ধরনের খাবার পেয়ে রোগীরা সন্তুষ্ট হতে পারেনি। হাসপাতালের স্টুয়ার্ড শাজাহান আলী তদারকি করে এ ধরনের খাবার বিতরণ করেন। এ সময় স্টুয়ার্ড শাজাহান আলীর সাথে আলাপ করলে তিনি বলেন, ২শ’ ৬৫ জনের খাবার দেয়া হচ্ছে ৫শ’ ৫০ জনকে। বেড ছাড়াও নিচে থাকা রোগীদের খাবার দিতে হচ্ছে। কাউকে তো বাদ দেয়া যাবে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১শ’ গ্রাম চালের ২৫০ বেডের হাসপাতালের ২৫০ জন ও ২৮ শয্যা করোনারী কেয়ার ইউনিটে ২৮ জন রোগী ছাড়াও নিচে থাকা রোগীরা খাবার পেয়েছে। ঠিকাদারের সাথে আলাপ করে এ খাবার দেয়া হয়েছে।