যশোর-খুলনা মহাসড়কে বাস উল্টে ২৫ যাত্রী আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া খাদ্য গুদামের সামনে গতকাল সকালে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ভেতর ১০ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা থেকে রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে তারা আহত হন। আহতদের মধ্যে যশোর ২৫০ শয্যা হাসপাতালে যাদেরকে ভর্তি করা হয় তারা হলেন- শহিদুল ইসলাম (৬০), মাহাফুজুর রহমান (৫৫), আবু কালাম (৩৮), শংকর পাল (৪০), শহিদুল ইসলাম (২৪), রেজাউল ইসলাম (৪৮), আল-আমিন (২১), আজিজুল ইসলাম (২৫), আলমগীর (৩৫), আব্বাস আলী (২০)। তাদের বাড়ি যশোরসহ বিভিন্ন জেলায়। আহত শহিদুল ইসলামের (৬০) বাড়ি সদর উপজেলার নরেন্দ্রপুরে। তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি। শহিদুল ইসলাম জানিয়েছেন, তারা রূপসা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-১৭০৯) যোগে খুলনা থেকে যশোরে আসছিলেন। পথে চাউলিয়া খাদ্য গুদামের সামনে একটি ইজিবাইক পড়ে। ওই ইজিবাইকটি বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার খাদে উল্টে যায়। এ সময় ওই বাসে থাকা সকল যাত্রী কমবেশি আহত হন। তাদের ভেতর গুরুতর ১০ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন ১৫ জন।