দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর স্বজনদের পাশে অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের পল্লীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই কলেজ ছাত্র সবুজ হোসেন ও সমুন হোসেন ছিলেন ছাত্রদল কর্মী। তারা সম্পর্কে চাচা-ভাইপো। গত সোমবার রাত সাগে ৭টার দিকে মনোহরপুর থেকে মোটরসাইকেলযোগে খাজুরা যাওয়ার পথে তারা দুর্ঘটনায় নিহত হন। এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নিহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। অনিন্দ্য ইসলাম অমিত তাদের সান্ত্বনা দেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী নল্লা, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।