যশোরে বিদেশ থেকে ফেরা ও তাদের পরিবারের ২৪ সদস্য হোম কোয়ারেন্টাইনে

0

বিএম আসাদ ॥ যশোরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ঘটনার সত্যতা স্বীকার করেন। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিচয় গোপন রেখে তিনি বলেন, যশোর শহর ও জেলায় এ পর্যন্ত ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের ভেতর বেশিরভাগ বিদেশ ফেরত। যারা বাড়িতে এসে অন্যদের সংস্পর্শে এসেছে। এর মেয়াদ হচ্ছে ১৪ দিন। এরপর যদি বোঝা যায়, তারা সুস্থ, কোন রোগ বা ভাইরাসে আক্রান্তের লক্ষ্মণ নেই, কোয়ারেন্টাইন থেকে বাদ দেয়া হবে। এর আগে গত সোমবার সন্ধ্যা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৯ জন। মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রাখা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জন। সোমবার সন্ধ্যায় যশোর শহরে ওমান ফেরত এক নারীকে তার নিজ বাড়িতে কোয়রেন্টাইনের আওতায় আনা হয়েছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জনসাধারণের প্রতি পরামর্শ দিয়ে বলেন, আমাদের সমাজে মানুষের প্রতি ভাল উপদেশ দিলেও লোকজন সতর্কতা অবলম্বন করেন না। তাই কোন গাফিলতি না করে সুস্থতার জন্যে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।