যশোরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যথাযথ মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ। গতকাল মঙ্গলবার শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে বকুলতলাস্থ ম্যুরালে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। পরে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মিদ শফিউল আরিফ, পুলিশ সুপার মো. আশরাফ হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসকাব যশোরের পক্ষে সভাপতি জাহিদ হাসান টুকুন শ্রদ্ধা নিবেদন করেন। যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি সাজো রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও যশোরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়িক সংগঠনসহ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে কেক কাটা আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়। এমএম কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার। এ সময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে কেক কাটা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব, উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ন কবির প্রমুখ। ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে কেক কাটা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। পরে প্রধান অতিথি কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করেন। এছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষ রোপণ করা হয়। এ উপলক্ষে সরকারি শিশু পরিবারে কেক কাটা হয়। যশোর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আহ্বায়ক মো. আবু তোহা।