জনসমাগম এড়িয়ে চলতে বলে নিজেই দলবল নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে করোনা সতর্কতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হচ্ছে। মুজিববর্ষের অনুষ্ঠানগুলোও সীমিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজেও বার বার বলছেন, লোকসমাগম এড়িয়ে চলতে। অথচ তিনি নিজেই দলবল নিয়ে শিশু হাসপাতালে গেলেন একটি ওয়ার্ড উদ্বোধন করতে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর শের-ই বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ডাক্তার, নার্স কর্মকর্তা-কর্মচারী ও প্রটোকল বাহিনীসহ প্রায় দেড়শ জনের এক বহর নিয়ে ৬ সিটের ওই ওয়ার্ড উদ্বোধন করেন তিনি। এসময় চার নম্বর ওয়ার্ডে টাইফয়েড ও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত প্রায় অর্ধশত শিশু চিকিৎসাধীন ছিল। খোঁজ নিয়ে জানা যায়, ওই ছয়টি বেডের ওয়ার্ডে যে চারজন রোগী ও তার স্বজনরা ছিলেন তাদের কোনও শিশুই ডায়াবেটিকে আক্রান্ত নয়। যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে একাধিকবার যে কোনও ধরণের জমায়েত নিরুৎসাহিত করা হচ্ছে সেখানে এতগুলো মানুষ নিয়ে প্রবেশ ও অনুষ্ঠানের আয়োজন কতটা সমীচীন- সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, অল্প কিছু লোক এসেছে বাইরে থেকে, বাকিরা সবাই সেখানকার চিকিৎসক ও রোগীদের স্বজন। এসময় মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের উপর বিরক্ত হয়ে, তাদের সরে যেতে বলেন।