করোনাভাইরাস নিয়ে কোন মানুষই স্বস্তিতে নেই : মঞ্জু

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সারা বিশ্ব আজ করোনা ভাইরাসে আতঙ্কিত। কোন মানুষই আজ স্বস্তিতে নেই। কখন কোন দেশে কী হবে এই চিন্তায় আছে মানুষ। আমরা খবরে দেখেছি অনেক দেশের অবস্থা ভয়াবহ। সে দিক দিয়ে আমরা অনেক ভাল অবস্থানে আছি। তারপরও নিশ্চিত নিরাপদে নেই। আমরা একটু সচেতন হলে হয়ত মহান আল্লাহ আমাদের মাফ করতে পারেন। সোমবার সকালে খুলনার ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্ত্বরে লিফলেট বিতরণের সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্ল্যা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ, মেহেদী হাসান দিপু, হাফেজ আবুল বাশার, শামছুল বারি পান্না, কাজী সান্টু, মনিরুজ্জামান লেলিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জিএম মিজানুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, হাবিবুর রহমান হবি, মোল্যা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, আজিজুর রহমান, জহুরুল হক, শেখ আতিয়ার রহমান, সরদার মোজাফফার, শাহাদাৎ হোসেন, আহম্মদ আলী ফকির, আব্দুর রব আকুঞ্জি, অধ্যাপক জিএম আমাউল্লাহ, শাহানুর ইসলাম, এফ এম সরোয়ার হোসেন, পরিতোষ কুমার বালা প্রমুখ।