ঝিকরগাছায় ট্রাক্টর মেরামত করতে গিয়ে আঘাতে চালকের মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাক্টর মেরামত করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে চালক কামাল হোসেনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামের বিশ্বাস ইটভাটায়। কামাল হোসেন ওই ইটভাটার পানির গড়ির চালক। জানা গেছে, সোমবার সকালে বাউশা বিশ্বাস ইটভাটার একটি মাটিবহনকারী ট্রাক্টর বিকল হয়। চালক কামাল হোসেন সেটি ঠিক করছিলেন। এ সময় ট্রাক্টরের ডালা মাথায় পড়ে চালক ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার নন্দীডুমুরিয়া গ্রামের আবু দাউদের ছেলে। এ ব্যাপারে শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজুর রহমান জানান,এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।