খানজাহান আলী দীঘির কুমিরের আক্রমণে কিশোর আহত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ সোমবার বাগেরহাটের খানজাহান আলী দীঘির ঘাটে কুমিরের আক্রমণে আহত হয়েছে শেখ রাকিব (১৫) নামে এক কিশোর। সে খানজাহান আলী মাজার সংলগ্ন রণবিজয়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং আলী দরগা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুরে মাজারের ঘাটে গোসল করতে নামে রাকিব। এসময় একটি কুমির তার ওপর অতর্কিত হামলা করে। চিৎকার এবং ধস্তাধস্তির এক পর্যায়ে সে পুকুর থেকে উঠে আসতে সক্ষম হয়। পরে তার বন্ধুরা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহান আতিক বলেন, দুপুরে কুমিরের আক্রমণে আহত এক কিশোর হাসপাতালে আসে। তার শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তাকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়েছে। কিশোর রাকিব এখন শঙ্কামুক্ত বলে জানান ওই চিকিৎসক। এদিকে সূত্র জানায়, এখন কুমিরের ডিম পাড়ার সময়। এ সময় তারা একটু হিং¯্র হয়ে থাকে। যে কারণে কুমিরটি রাকিবকে আক্রমণ করেছে।