দামুড়হুদায় ফসলি জমি রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। সোমবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গোবিন্দহুদা গ্রামের মানুষ জানান, উপজেলা শহরের দশমী পাড়ার জামান হোসেনের ছেলে ইউপি সদস্য আবু সাঈদ মাঠের ফসলি জমি থেকে বালি উত্তোলন করে বিক্রি করছেন। এছাড়া মাঠের মধ্যে গভীর পুকুর খনন করে মাটি উত্তোলন করায় পাশের জমিগুলোর মাটি ধসে যাচ্ছে। মানববন্ধনে বক্তারা গ্রামের ফসলি জমি রক্ষায় তদন্ত করে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন গোবিন্দহুদা গ্রামের শতাধিক নারী ও পুরুষ। গ্রামবাসীর মানববন্ধনের বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মুনীম লিংকন বলেন, দামুড়হুদা সদর ইউপি সদস্য আবু সাঈদের বিরুদ্ধে এর আগে ফসলি জমি থেকে বালি তোলার অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারপরেও তিনি বালি তোলা বন্ধ করেননি। এ ব্যাপারটি যদি তিনি গুরুত্ব না দেন, তবে তার বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষপ নেয়া হবে।