ব্যারিস্টার কাজলকে চৌগাছা রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চৌগাছার কৃতি সন্তান ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টুসহ ক্লাবের সকল সদস্য।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৯৭০ সালে চৌগাছা উপজেলার বাদেখানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের হাতেখড়ি। এই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী পাশ করে তিনি চলে যান পার্শ্ববর্তী ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার হামিদপুর কদমতলা গ্রামে। পিতা নজরুল ইসলাম পৌরসভায় চাকুরি করার সুবাদে তিনি পিতা-মাতার সাথে হামিদপুর কদমতলায় থেকে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৮৬ সালে তিনি এসএসসি পাশ করে ভর্তি হন যশোর ক্যান্টনমেন্ট কলেজে। ১৯৮৮ সালে এই কলেজ থেকে তিনি বোর্ডস্ট্যান্ড করে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়ে সাফল্যের সাথে এলএলবি পাশ করেন এবং যোগ দেন আইন পেশায়। কিছুদিন আইন পেশায় নিযুক্ত থাকার পর তিনি লন্ডনে পাড়ি জমান। সেখানে ৩ বছর আইন বিষয়ের ওপর তিনি ব্যারিস্টার ডিগ্রী অর্জন করেন। লন্ডনে তিন বছর থাকার পর দেশ সেবায় নিজেকে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্যারিস্টার কাজল চলে আসেন নিজ মাতৃভূমিতে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় পুনরায় যোগ দেন।