ইতালি ফেরত যুবক চুয়াডাঙ্গা হাসপাতালে আইসোলেশনে

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যদুপুর গ্রামের ইতালি ফেরত সাব্বির আহম্মেদ (৩০) নামে এক যুবককে স্বাস্থ্য পরীক্ষার করার জন্য সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় ওই যুবককে সদর হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। তিনি আলমডাঙ্গা থানাপাড়ার আসাদুল ইসলামের ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ইতালি থেকে বাড়ি ফেরার পর হাঁচি,কাশি,জ্বর গলা ব্যথায়া আক্রান্ত হন সাব্বির আহম্মেদ। এরপর তার পরিবার তাকে বাড়ির একটি পৃথক কক্ষে রাখেন। খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন সাঈদ ওই যুবকের বাড়ি গিয়ে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবির বলেন,ইতালি ফেরত এক যুবককে সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।