করোনা আতঙ্কে জিহাদিদের ইউরোপে হামলায় নিষেধাজ্ঞা আইএসের

0

লোকসমাজ ডেস্ক॥ ইসলামিক স্টেট বা আইএসকে বলা হয় বিশ্বের সবথেকে নৃসংশ সন্ত্রাসী সংগঠন। গত কয়েক বছর ধরে সংগঠনটি তার জিহাদিদের প্রতি ইউরোপীয় শহরগুলোতে হামলা চালানোর আহবান জানিয়ে আসছে। কিন্তু এবার করোনা ভাইরাস আতঙ্ক পেয়ে বসেছে এই সন্ত্রাসী সংগঠনটিকেও। রোববার আইএসের মুখপত্র শরিয়ায় প্রকাশিত এক নির্দেশনায় করোনা নিয়ে নিজের জিহাদিদের সাবধান করেছে সংগঠনটি। বলেছে, যতদিন না করোনা ভাইরাস নির্মুল হচ্ছে তারা যেনো ইউরোপে আর কোনো হামলা না চালায়। একইসঙ্গে ইতিমধ্যে যদি কোনো জিহাদি করোনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে সে যেনো আইএসের অন্য সদস্যদের থেকে দূরে থাকে এবং যেখানে আছে সেখানেই অবস্থান করে। এতে আরো বলা হয়, এই মহামারী আল্লাহর পাঠানো, তিনি যাকে চাইবেন তাকেই আক্রান্ত করবেন।
তবে একইসঙ্গে জিহাদিদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার নির্দেশনা অনুসরণের নির্দেশ দিয়েছে আইএস। বলেছে, করোনা থেকে বাঁচতে সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সেখানে পানির পাত্র ঢেকে রাখার কথাও উল্লেখ রয়েছে। হাঁচি কাশি কীভাবে দিতে হবে তেমন নির্দেশনাও রয়েছে আইএস জিহাদিদের প্রতি।