সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

0

বাগেরেহাট অফিস ॥ মধ্যরাতে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড, জরিমানা করাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক ইয়ামিন আলীসহ আরও অনেকে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরকম নির্লজ্জ কাজ বাংলাদেশের মানুষ কোনদিন দেখেনি। এটা ব্রিটিশ আমলকেও হার মানিয়েছে। শুধু আরিফুল নয় সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের স্টিম রোলার চলছে। মানব জমিনের সম্পাদকের নামে মামলা, খুলনায় সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলাসহ হরহামেশা সাংবাদিকরা নির্যাতন ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কুড়িগ্রামে সাংবাদিকের কারাদন্ড ও জরিমানার ঘটনায় জড়িত জেলা প্রশাসক, আরডিসিসহ সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।