করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ডওয়াশ, সাবান ও লিফলেট বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিকুইড হ্যান্ডওয়াশ, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার রাংদিয়া কলেজিয়েট স্কুলে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ওই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, রাংদিয়া কলেজিয়েট স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর ফজলে সাইদ ডাবলু, ক্রীড়া সংগঠক এম. এ রশীদ প্রমুখ। এসময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।