বাগেরহাটে করোনা সন্দেহে বৃদ্ধ আইসোলেশনে

0

বাগেরহাট প্রতিনিধি॥ বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ নিজেই হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সকালে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রায় ১১ দিন আগে তিনি ভারত থেকে দেশে ফিরেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই রোগী তার আশেপাশে কাউকেই যেতে দিচ্ছেন না। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।’ শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, ‘সকালে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথাসহ করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন আউয়াল। তাকে প্রাথমিক পরীক্ষা করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয়। পরে তারা হটলাইনে যোগাযোগ করলে আউয়ালকে আইসোলেশন রাখার পরামর্শ দেওয়া হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্য তপু বিশ্বাসের ভারত থেকে আসা আউয়ালের বিষয়ে সন্দেহ হলে তিনি তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। এ ব্যাপারে ৯ সদস্যে একটি কমিটি গঠন করা হয়েছে।