বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল: আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে যশোর সদর ও কেশবপুর উপজেলা

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থাআয়োজিত বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আজ সোমবার শিরোপা নির্ধারণী লড়াই বেলা ৩টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। খেলায় মুখোমুখি হবে সদর উপজেলা বনাম কেশবপুর উপজেলা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে। জেলার ৮টি উপজেলা নিয়ে নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।